ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ভিলেন অমিতাভ-হৃতিক?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এবার ভিলেন অমিতাভ-হৃতিক? অমিতাভ বচ্চন ও হৃতিক রোশন

বলিউডের ‘ধুম’ সিরিজের চতুর্থ কিস্তি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে চিত্রনাট্য সাজানোর কাজে নেমে পড়েছেন আগের তিন ছবির চিত্রনাট্যকার বিজয় কৃষ্ণ আচার্য (ধুম থ্রি’র পরিচালকও)।

চমকপ্রদ খবর হলো, ‘ধুম টু’র খলনায়ক হৃতিক রোশন চতুর্থ পর্বে ফিরছেন বলে গুঞ্জন উঠেছে। এতে তিনি নাকি যোগ দেবেন অমিতাভ বচ্চনের সঙ্গে।

খবরটা সত্যি হলে এবারই প্রথম এই সিরিজের ছবিতে দেখা যাবে বিগ বি’কে। তার পুত্রসন্তান অভিষেক বচ্চন তো তিনটি কিস্তিতেই কাজ করেছেন পুলিশ কর্মকর্তা জয় দীক্ষিত চরিত্রে। পর্দায় বাপ-বেটা লড়াইয়ে মুখোমুখি হবেন কি-না তা নিয়ে চলছে জল্পনা। যদি অমিতাভ খলচরিত্রে থাকেন, তাহলে এমনটা হওয়া অস্বাভাবিক নয় মোটেই।

বিশ্বস্ত একট সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, অমিতাভ ও হৃতিককে চুক্তিবদ্ধ করানোর পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রযোজক আদিত্য চোপড়া।

এর আগে ফারহান আখতারের পরিচালনায় ‘লক্ষ্য’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন অমিতাভ ও হৃতিক। যদিও এতে তাদের একফ্রেমে খুব কম সময় দেখা গেছে। তবে ‘ধুম ফোর’ নাকি বলিউডের দুই প্রজন্মের এ দুই অভিনেতাকে ঘিরেই তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

দুই বছর আগে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ (১৯৯০) ছবির রিমেকে অভিনয় করেন হৃতিক। রিমেকে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন দর্শক-সমালোচকরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বিএসকে/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।