ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উদ্দাম প্রেম, রহস্যময় ঘৃণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
উদ্দাম প্রেম, রহস্যময় ঘৃণা

প্রেম আর ঘৃণার সম্মিলনে বলিউডে নির্মিত ‘হেট স্টোরি’ সফল ফ্রাঞ্চাইজি হয়ে উঠেছে। এবার আসছে এর তৃতীয় কিস্তি।

এর ট্যাগলাইন রাখা হয়েছে- ‘ওপেন লাভ, হিডেন হেট’, অর্থাৎ উদ্দাম প্রেম, রহস্যময় ঘৃণা। যথারীতি এর ট্রেলার উন্মুক্ত হতেই হৈচৈ পড়ে গেছে। ১৬ অক্টোবর থেকে ইউটিউবে এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৯ লাখ ৩০ হাজার বারেরও বেশি।

আগের দুটি ছবির মতোই এবারও নায়িকার স্বল্পবসনা উপস্থিতি আর প্রচুর চুম্বন দৃশ্য রয়েছে। এতে অভিনয় করেছেন শারমান জোশি, জেরিন খান, ডেইজি শাহ ও করণ সিং গ্রোভার।

‘হেট স্টোরি’ (২০১২) ছবিতে পাওলি দাম আর ‘হেট স্টোরি টু’ (২০১৪) ছবিতে সুরভিন চাওলা আগুন ধরিয়েছিলেন! তাদের আবেদনময়ী উপস্থিতি আর চমকানো গল্প ও গান দুটি ছবিকেই ব্যবসসফল করেছে।

এবারও সাফল্য ধরা দেবে বলে আশা করা হচ্ছে। বিক্রম ভাটের প্রযোজনায় আগের দুটির মতো এবারের ছবিও পরিচালনা করেছেন বিশাল পান্ডে। বিশাল পান্ডিয়া। ‘হেট স্টোরি থ্রি’ মুক্তি পাবে এ বছরের ৪ ডিসেম্বর।

* ‘হেট স্টোরি থ্রি’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ০৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।