ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদের ‘দেবী’র সেঞ্চুরি

মনজুরুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
হুমায়ূন আহমেদের ‘দেবী’র সেঞ্চুরি হুমায়ূন আহমেদ

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ সিরিজের প্রথম বই ‘দেবী’ প্রকাশের পর থেকেই  পাঠকপ্রিয়তা পেতে থাকে। জনপ্রিয়তার সুবাদে উপন্যাসটি অবলম্বনে নাটক তৈরি করেছে ঢাকার দল বহুবচন।

মঞ্চেও এসেছে সাফল্য। ফলে অল্প সময়ের ব্যবধানে ‘দেবী’ চলে এসেছে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় ‘দেবী’র ১০০তম মঞ্চায়ন হবে। এর নাট্যরূপ দিয়েছেন ইকবাল হোসেন। নির্দেশনায় আরহাম আলো। প্রযোজনা অধিকর্তা তৌহিদুর রহমান।

‘দেবী’র গল্প শুরু হয় এক মাঝরাতের বর্ণনা থেকে। রানু কিছু অস্বাভাবিক অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে, যার বাস এই মর্ত্যে নয়। অন্য কোনো ভুবনে। রানুর স্বামী আনিস ব্যাপারটি নিয়ে বিচলিত। রানুর এই অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্য মিসির আলির শরণাপন্ন হন। আনিস সাহেব ঘটনাটি মিসির আলির কাছে জানান। মিসির আলি আগ্রহী হয়ে ওঠে।

বাংলাদেশ সময় : ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।