ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুগন্ধির মডেল নায়লা

মনজুরুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
সুগন্ধির মডেল নায়লা

চিকিৎসা পেশার গন্ডি পেরিয়ে নায়লা নাঈম এখন জনপ্রিয় মডেল-অভিনয়শিল্পী। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, মিউজিক ভিডিও- বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি।

দুই বছর আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিষেক হয় তার।   এবার আরঅ্যান্ডআর ভোল্ট ব্র্যান্ডের নতুন একটি সুগন্ধির বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয় রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে। এতে তাকে নাচতেও দেখা যাবে। নৃত্য পরিচালনা করেছেন আসাদ খান। নির্দেশনা দিয়েছেন রম্য খান। তিনি জানান, খুব তাড়াতাড়ি এটি টিভি পর্দায় দেখা যাবে।

এদিকে গত শুক্রবার রূপালি পর্দায় অভিষেক হয়েছে নায়লার। এদিন মুক্তি পায় তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’। এর একটি আইটেম গানে নেচেছেন তিনি। আর গত ঈদুল আজহায় প্রচারিত ‘মাস্তি আনলিমিটেড’ নাটকের ‘জান, ও বেবি’ শিরোনামের আইটেম গানে দেখা গেছে তাকে।

নায়লার জন্য সুখবর, স্পেনের অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডা ইন্টারনেট সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। রেডিওতেও নিয়মিত পাওয়া যাচ্ছে তাকে। ‘ডাবল স্কুপ উইথ নায়লা নাঈম’ রেডিও ধ্বনি ৯১.২ এফএমে প্রচার হয় প্রতি বৃহস্পতিবার রাত ১১টা থেকে।

* ‘রান আউট’ ছবির আইটেম গানের অংশবিশেষ :


বাংলাদেশ সময় : ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।