ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন লিন্ডসে লোহান লিন্ডসে লোহান

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলে এরই মধ্যে খবরের শিরোনামে এসেছেন র‌্যাপার কানইয়ে ওয়েস্ট। এবার সে দলে যুক্ত হলেন লিন্ডসে লোহান।

২৯ বছর বয়সী এই অভিনেত্রীও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে নির্বাচন করার ঘোষণা দেন লোহান। চলতি বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ৩৮ বছর বয়সী কানইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা নাকি তাকে উদ্বুদ্ধ করেছে।

পরিপাটী আয়োজনের এক নৈশভোজে অংশ নেওয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে লোহান লিখেছেন, ‘২০২০ সালে আমি প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়তে পারি। জীবনে ওঠানামার মধ্য দিয়ে আমরাও পারি। এখন করে দেখানোর পালা। আরও ভালো মানুষ হতে সত্যিকারের অনুপ্রেরণা জোগালেন কানইয়ে ওয়েস্ট। ’

এরপর কানইয়ের সঙ্গে নিজের তোলা একটি সাদাকালো ছবি শেয়ার করেন লোহান। এখানে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারলে আমি পৃথিবীর সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের দেখাশোনা করবো। ’ 

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।