ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জনের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জনের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর উপহার জন অ্যাব্রাহাম ও ক্রিশ্চিয়ানো রোনালদো

জন অ্যাব্রাহামের ফুটবল প্রীতির কথা ভক্তরা তো জানেনই, তারকাদেরও সেকথা জানতে বাকি নেই। শুধু পর্দা নয়, মাঠের তারকারাও এ সম্পর্কে ওয়াকিবহাল।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলারও আছেন এ তালিকায়।

জন সম্প্রতি ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) নর্থইস্ট ইউনাইটেড এফসি দল কিনেছেন। এ খবর পর্যন্ত জানেন ৩০ বছর বয়সী রোনালদো। দলটির জন শুভকামনা জানিয়ে বলিউডের এই অভিনেতার জন্য নিজের দল রিয়াল মাদ্রিদের একটি জার্সি উপহার পাঠিয়েছেন সিআরসেভেন।

জার্সিটি হাতে পেয়ে খুশিতে আপ্লুত হয়েছেন জন। পর্তুগিজ তারকাকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। জার্সিটি ধরে রোনালদোর দাঁড়িয়ে থাকার একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ৪২ বছর বয়সী এই তারকা। তাতে লেখা- ‘আমার বন্ধু জন অ্যাব্রাহামের জন্য। তোমার ও তোমার দলের জন্য সবসময় শুভকামনা জানাই। ’ ছবিটির ক্যাপশনে জন লিখেছেন, ‘ধন্যবাদ ক্রিশ্চিয়ানো। ’

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।