ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখ-প্রিয়াঙ্কাকে নিয়ে ‘ডন থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
শাহরুখ-প্রিয়াঙ্কাকে নিয়ে ‘ডন থ্রি’ ‘ডন টু’ ছবির দৃশ্যে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া

রূপালি পর্দায় আবার জুটি বাঁধছেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তাদেরকে এবার দেখা যাবে ‘ডন থ্রি’তে।

এর প্রযোজক রিতেশ সিধওয়ানি তার পরের ছবি ‘ওয়াজির’-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে জানান, ‘ডন’ আবার আসবে, তবে কখন তা নির্ভর করছে গল্পের ওপর।  

সর্বশেষ ২০১১ সালে ‘ডন টু’ ছবিতে একসঙ্গে কাজ করেন শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রথম দুটির মতো তৃতীয় কিস্তিও পরিচালনা করবেন ফারহান আখতার।

এদিকে আগামী ১৮ ডিসেম্বর বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। ওইদিন মুক্তি পাবে বলিউড বাদশার ‘দিলওয়ালে’ (কাজল, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন) আর বলিউডের এই অভিনেত্রীর ‘বাজিরাও মাস্তানি’ (রণবীর সিং, দীপিকা পাড়ুকোন)।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।