ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় (বাঁ থেকে) সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঢাকায় আসছেন মঙ্গলবার (২৪ নভেম্বর)। ওইদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত আনন্দ-আড্ডায় অংশ নেবেন তারা।



‘কথা-কবিতা-গান’ শীর্ষক এই আনন্দ-আড্ডায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে থাকবেন। অংশ নেবেন দেশের সাহিত্যিক-সাংবাদিক-শিল্পী ও সাস্কৃতিককর্মীরা।  

সৌমিত্র ও শীর্ষেন্দু ছাড়াও এ আনন্দ আড্ডায় বরেণ্য অতিথি হিসেবে থাকবেন নায়করাজ রাজ্জাক, প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বাংলাদেশ সময় : ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জেএইচ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।