ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরেই রূপালি রঙে পিয়া বিপাশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ডিসেম্বরেই রূপালি রঙে পিয়া বিপাশা পিয়া বিপাশা/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘রুদ্র দ্য গ্যাংস্টার’-এর মহরত হওয়ার দু’বছর পেরিয়ে গেছে। এখনও বড় পর্দা পর্যন্ত পৌঁছাতে পারেননি এর অভিনেত্রী পিয়া বিপাশা।

তবে এতোদিনে সিনেমা হলের দ্বারপ্রান্তে চলে এসেছেন তিনি। ছবিটির ট্রেলার ইউটিউবে উঠেছে আগেই, এবার প্রকাশিত হলো একটি গান।

পিয়াকে প্রশ্ন করা হলো, ‘ছবিটি মুক্তি পাচ্ছে কবে?’ উত্তরটা জানা নেই তার। সঙ্গে যোগ করেন, ‘এটা নির্ভর করছে পরিচালক-প্রযোজকের ওপর। ’

ছবিটির পরিচালক সায়েম জাফর ইমামী শোনালেন আশার কথা, ‘কিছু অ্যানিমেশনের কাজ বাকি ছিলো। সেটা প্রায় শেষ করে এনেছি। এ মাস অথবা ডিসেম্বরের প্রথম দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি। ’

ডিসেম্বরের শেষ দিকে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের। তার ভাষ্য, ‘কাজ শুরু করেছিলাম, সে তো অনেকদিন হয়ে গেলো। আর দেরি করতে চাই না। এ বছরের শেষের দিকে হলেও ছবিটি মুক্তি দিতে চাই। ’

সেন্সরে জমা দেওয়ার কাছাকাছি পর্যন্ত পৌঁছে ফের সময়ক্ষেপণ হয়েছে এমন অনেকবারই। ওই অভিজ্ঞতার সূত্র ধরে সায়েমকে ‘যদি ডিসেম্বরও ফসকে যায়?’ প্রশ্ন করা হয়। তিনি বললেন, ‘ডিসেম্বরটা ধরার খুব চেষ্টা করবো। যদি একেবারেই না হয়, তবে জানুয়ারি মিস হবে না। ’

পিয়া বিপাশার জন্য এটি তো সুখবর বটেই। বহুদিন ধরেই তিনি চেষ্টা করছেন চলচ্চিত্রে জায়গা করার। ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ মুক্তি পেলে সে দুয়ার অনেকখানি খুলে যাবে বলে মনে করছেন তিনিও।

‘রুদ্র দ্য গ্যাংস্টার’ অ্যাকশনধর্মী ছবি। এতে পিয়া বিপাশার নায়ক সুমন। ইউটিউবে প্রকাশিত গানটির ভিডিওতে ঠোঁট মিলিয়েছেন তিনিও। ‘অচেনা হৃদয়’ নামে তার একটি ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে।

* ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির গানের ভিডিও :


* ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।