ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে দীপিকার বিয়ের প্রস্তাব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সালমানকে দীপিকার বিয়ের প্রস্তাব!

‘বিগ বস’-এর নবম আসরটি আলাদা হয়ে থাকবে। অন্তত এর উপস্থাপক সালমান খানের জন্য! কারণ জানতে হলে ফিরে যেতে হবে গত ২১ নভেম্বর।

ওইদিন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

অনুষ্ঠানে নিজের নতুন ছবি ‘তামাশা’র প্রচারণা চালাতে এসেছিলেন দীপিকা। হঠাৎ হাঁটু গেড়ে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানতে চান, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এ ঘটনার সামনে পড়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান বলেন, ‘তুমি খেলায় জিতেছো, আমি বাদ পড়লাম!’

দীপিকার প্রস্তাব ও পরবর্তীতে সালমানের ফিরিয়ে দেওয়ার পর্বটি কালারস চ্যানেলে প্রচার হয়েছে রোববার (২২ নভেম্বর)। বলিউডের এ দুই তারকার মধ্যে এখন হাজার কিলোমিটারের দূরত্ব! দীপিকা নয়াদিল্লিতে আর সালমান আছেন মুম্বাইয়ে।

রণবীর কাপুরের সঙ্গে দীপিকার ‘তামাশা’ মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর। এটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি।



বাংলাদেশ সময় : ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।