ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একুশে টিভির গুরুত্বপূর্ণ পদে রদবদল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
একুশে টিভির গুরুত্বপূর্ণ পদে রদবদল

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) চ্যানেলটির পরিচালক মন্ডলীর বোর্ড সভায় উপস্থিত ছিলেন নতুন কর্মকর্তারা।



জানা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও আব্দুস সামাদকে যথাক্রমে একুশে টেলিভিশন লিমিটেডের (ইটিভি)নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। ওই বোর্ড মিটিংয়ের মাধ্যমে একুশে টেলিভিশন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকসহ অন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পরিচালনা পর্যদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। একুশে টেলিভিশন লিমিটেডের সব সদস্য নতুন পরিচালনা পর্যদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।