ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরকে ‘চড়’ দিলেই এক লাখ রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আমিরকে ‘চড়’ দিলেই এক লাখ রুপি! আমির খান

আমির খানকে চড় মারলেই মিলবে একলাখ রুপি পুরস্কার! এমন ঘোষণাই দিয়েছে শিবসেনার দল। দু’দিন আগেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন বলিউডের এই সুপারস্টার।

এরপর থেকেই বিতর্ক শুরু৷ কেউ তাকে সমর্থন জানিয়েছেন, তো কেউ সওয়াল তুলেছেন তার বিপক্ষে। তবে এবার সব মাত্রা ছাড়ালো শিবসেনার এই ঘোষণা।

‘দঙ্গল’ ছবির শুটিংয়ের জন্য পাঞ্জাবের লুধিয়ানায় রয়েছেন ৫০ বছর বয়সী অভিনেতা আমির। শিবসেনার পাঞ্জাবের সভাপতি রাজীব ট্যান্ডন বলেছেন, ‘আমিরকে যে চড় মারবে সেই সাহসী-দেশভক্ত ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে এক লাখ রুপি। আমির যে হোটেলে রয়েছেন তার সব কর্মী কিংবা শুটিংয়ের গোটা দল যাতে এই পুরস্কার পান তার সুযোগ দিচ্ছি আমি। ’

শুধুমাত্র রাজীব নয়, শিবসেনার তরফেও একই বিবৃতি জারি করা হয়েছে বলিউডের ‘মিস্টার পারফেক্ট’-এর বিরুদ্ধে।

২৪ নভেম্বর ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করায় বিতর্কিত হন আমির খান। এ কারণে তার বিরুদ্ধে মামল‍া করা হয়েছে।

* আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

* স্ত্রী-পুত্রকে মুম্বাইয়ের বাইরে পাঠাচ্ছেন আমির
* আমিরের পাশে রহমান
* আমিরের বিরুদ্ধে বিক্ষোভ ও থানায় অভিযোগ
* ভয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন আমিরের বউ



বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।