ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের সেরা বন্ধু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শাহরুখের সেরা বন্ধু শাহর‍ুখ খান ও দিব্যা শেঠ

শাহর‍ুখ-ভক্তরা এতোদিন জানতেন, পরিচালক করণ জোহর, ফারাহ খান ও কাজল দেবগণ বলিউডের এই সুপারস্টারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তারা তো আছেনই, শাহরুখ খান সম্প্রতি জানিয়ে দিলেন, আরও একজন আছেন।

যিনি শুধু তার বন্ধুই নন, প্রথম পরামর্শদাতা।

আজ (২৬ নভেম্বর) শাহরুখ ইনস্টাগ্রামে সেই ঘনিষ্ঠ বন্ধুর ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ঘনিষ্ঠ বন্ধু দিব্যা শেঠ। যে আমাকে অভিনয় শিখিয়েছে। আমার মধ্যে যে ভালো গুণ, সেগুলোতে দিব্যার অনুপ্রেরণা আছে। ’

টেলিভিশন শো ‘দেখ ভাই দেখ’ ও ‘হাম লোক’-এর পরিচিত মুখ ছিলেন দিব্যা। এছাড়া ব্যারি জন থিয়েটার গ্রুপের সদস্য ছিলেন কিং খান ও দিব্যা। এছাড়াও টেলিভিশন সিরিয়াল ‘দিল দরিয়া’তে একসঙ্গে অভিনয় করেছেন দু’জন।

শাহরুখ এখন ব্যস্ত রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’র প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী কাজল দেবগণ, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি ও জনি লিভার। ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।



বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।