ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জ্যাকি চ্যানের সঙ্গে আমিরার কুংফু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
জ্যাকি চ্যানের সঙ্গে আমিরার কুংফু আমিরা দাস্তুর

মাত্র দুটি হিন্দি ও একটি তামিল ছবিতে কাজ করেছেন, এরই মধ্যে হাতের মুঠোয় আন্তর্জাতিক ছবি পেয়ে গেলেন আমিরা দাস্তুর। নাম ‘কুংফু ইয়োগা’।

এতে মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের সঙ্গে দেখা যাবে তাকে।

এরই মধ্যে ছবিটির বেশকিছু অংশের দৃশ্যধারণ হয়েছে। এতে খলচরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সনু সুদ। চীনে আগামী ধাপের চিত্রায়নে তাদের সঙ্গে যোগ দেবেন আমিরা। ছবিটিতে তার চরিত্রটির ব্যাপ্তি অনেক।  

এর আগে ছবিটিতে বলিউডের আরেক অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজের কাজ করার কথা শোনা গিয়েছিলো। কিন্তু নির্মাতাদের সঙ্গে তার বনিবনা হয়নি। ফলে কপাল খুলে গেলো আমিরার।

undefined


দুই বছর আগে ‘ইসাক’-এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আমিরা দাস্তুর। কিন্তু খুব একটা ফায়দা করতে পারেনি ছবিটি। চলতি বছর ভাট পরিবারের ‘মিস্টার এক্স’ জনপ্রিয়তা বাড়িয়েছে তার। এরপর তিনি মুখ দেখিয়েছেন সোনু নিগামের গানের ভিডিওতে। মাঝে তামিল ছবি ‘অ্যানিজান’-এ কাজ করেন ২২ বছর বয়সী এই তারকা। এখন তার হাতে আছে ফারাজ হায়দার পরিচালিত ‘টিকেট টু হলিউড’।

অভিনয়ের বাইরে মুম্বাইয়ের এইচআর কলেজ থেকে বি.এ করছেন আমিরা। মাত্র ১৬ বছর বয়সে বিজ্ঞাপনচিত্রে প্রথম মডেল হন তিনি।

* ‘মিস্টার এক্স’ গানের ভিডিও :


* ‘আভি জা তু কাহি সে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।