ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানের জন্য প্রস্তুত জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
গানের জন্য প্রস্তুত জ্যাকুলিন জ্যাকুলিন ফার্নান্দেজ

অভিনেত্রীদের গায়িকা হওয়ার মিছিলে এবার যোগ দিচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। নিজের ছবিগুলোতে অনেক গানে ঠোঁট মেলানোর পর এবার গাইবেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

যুক্তরাজ্য প্রবাসী রিদমঅ্যান্ডব্লুজ ও হিপ-হপ গায়ক গুরিন্দর সিগ্যালের সঙ্গে গলা মেলাবেন তিনি। গুরিন্দর জানান, প্রেমের গানটির বড় একটি অংশ গাইছেন জ্যাকুলিন।

এ গানের মিউজিক ভিডিওতে মডেলও হবেন জ্যাকুলিন। সঙ্গে থাকবেন ‘হিরো’ তারকা সুরজ পাঞ্চোলি। দুবাইয়ে চলতি মাসের শেষ সপ্তাহে এর দৃশ্যধারণ হবে।

গান গাওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন বলেছেন, ‘প্রাণ জুড়ানোর মতো কিছু একটা করতে যাচ্ছি। আশা করি, মজা লাগবে। আর কাজটা আলাদা। ’

জ্যাকুলিনের সমসাময়িক তারকাদের মধ্যে ইতিমধ্যে গানে নাম লিখিয়েছেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা ও শ্রুতি হাসান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।