ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কঙ্গনার পোশাক নকল করলেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কঙ্গনার পোশাক নকল করলেন দীপিকা কঙ্গনা রনৌত ও দীপিকা পাড়ুকোন

এখনকার দিনে একই ডিজাইনের পোশাক সবাই এড়িয়ে চলেন। বিশেষ করে তারকারা।

কারও পোশাকের সঙ্গে যেন মিলে না যায়, তাই গুগলে সার্চ দিয়ে দেখেন অনেকে। কিন্তু সবসময় এই সচেতনতা দেখা যায় না তারকাদের মধ্যে। তাই তাদেরকে নিয়ে হয় হাসাহাসি। যেমন এখন হচ্ছে দীপিকা পাড়ুকোনকে নিয়ে।

নিজের নতুন ছবি ‘তামাশা’র সাফল্যে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্লোরাল পিন্টের পোশাক পরে আসেন দীপিকা। কয়েক মাস আগে হুবহু একই ধরণের পোশাক পরে ‘কাট্টি বাট্টি’ ছবির প্রচারণায় অংশ নিয়েছিলেন কঙ্গনা রনৌত। এ কথা হয়তো জানতেনই না ২৯ বছর বয়সী দীপিকা।

এবারই প্রথম নয়, এর আগেও বেশে কয়েকেবার অন্য অভিনেত্রীদের পরা একই রকম পোশাক বেছে নিয়ে হাসাহাসির মধ্যে পড়েছেন দীপিকা। তার মতো বলিউডের আরও কয়েকজন অভিনেত্রীকে একই কাজ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।