ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক যুগ পর হৃতিক-কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
এক যুগ পর হৃতিক-কারিনা হৃতিক রোশন ও কারিনা কাপুর

হৃতিক রোশন ও কারিনা কাপুর ২০০১ সালে প্রথমবার জুটি বাঁধেন সুভাষ ঘাই পরিচালিত ‘ইয়াদে’ ছবিতে। এরপর করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’-এ পাওয়া গেছে তাদেরকে।

২০০৩ সালে সর্বশেষ এ দু’জনকে নিয়ে তৈরি হয় সুরজ বরজাতিয়ার ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’। এরপর আর তাদেরকে একফ্রেমে পাওয়া যায়নি।

এক যুগ পর অবশেষে আবার জুটি বাঁধছেন হৃতিক-কারিনা। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি তৈরি হবে হৃতিকের বাবা রাকেশ রোশনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে এটি পরিচালনা করবেন সঞ্জয় গুপ্ত। খবর মুম্বাই মিররের।

কারিনা গল্প শুনে রাজি হলেও চুক্তিবদ্ধ হননি। আগামী সপ্তাহের মধ্যে তার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এর চিত্রায়ন শুরু হওয়ার কথা। গত সপ্তাহে গল্প শুনে ছবিটিতে কাজ করার সিদ্ধান্ত নেন বাপ-বেটা রাকেশ রোশন ও হৃতিক। হাতের কাজ অনুযায়ী আগামী বছরের জুনের আগে কাজটি শুরু করার সুযোগ নেই ডুগ্গুর (হৃতিকের ডাকনাম)। কিন্তু তিনি এতোই উচ্ছ্বসিত যে, ফেব্রুয়ারি থেকেই ছবিটিতে অভিনয় করবেন।

হৃতিক এখন ব্যস্ত আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’র কাজ নিয়ে। অন্যদিকে কারিনা অভিনয় করছেন ‘কি অ্যান্ড কা’য়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।