ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেমস বন্ডে রাখা হচ্ছে ক্রেগকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
জেমস বন্ডে রাখা হচ্ছে ক্রেগকে ড্যানিয়েল ক্রেগ

জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগকেই আবার চান সিরিজের অন্যতম প্রযোজক বারবারা ব্রকোলি। অন্তত আরেকটি ছবিতে ব্রিটিশ এই অভিনেতার ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।


 
ইতিমধ্যে সিরিজের চারটি ছবিতে অভিনয় করা ক্রেগ এখনও পঞ্চমবারের মতো জেমস বন্ড হওয়ার জন্য চুক্তিবদ্ধ হননি। ৪৭ বছর বয়সী এই তারকা কাজটি আবার করবেন কি-না তা নিয়ে নিজেই আছেন দোলাচলে। ক’দিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাচ ভেঙে কবজি কেটে ফেলবো, তবুও আর জেমস বন্ড হবো না!’
 
তবে ক্রেগকেই জেমস বন্ড ভেবে ২৫তম ছবির প্রি-প্রোডাকশন শুরু করার পরিকল্পনা হাতে নিচ্ছেন প্রযোজক বারবারা ব্রকোলি। তিনি বলেছেন, ‘সবাই জানতে চাচ্ছে, জেমস বন্ড কীভাবে এগোবে? আমার আশা, ক্রেগকে নিয়েই এগোতে পারবো আমরা। এ চরিত্রে তিনি অসাধারণ। এটা শুধু আমার কথা নয়, দর্শকদেরও একই অভিমত। তাকে ধরে রাখতে সব চেষ্টাই করবো। ’
 
জেমস বন্ডের ২৪তম ছবি ‘স্পেক্টর’ দুনিয়াজুড়ে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। স্যাম মেন্ডেসের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি, লেয়া সেদু, ক্রিস্টফ ওয়াল্টজ, ডেভ বুটিস্টা, র‌্যালফ ফাইনেস, অ্যান্ড্রু স্কট, নাওমি হ্যারিস।
 
ক্রেগ এর আগে বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়েল’, ‘কোয়ান্টাম অব সোল্যাস’ এবং ‘স্কাইফল’ ছবিতে অভিনয় করেন।
 
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।