ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার গির্জায় পিয়ানো বাজালেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
কলকাতার গির্জায় পিয়ানো বাজালেন অমিতাভ

কলকাতায় ‘তিন’ ছবির কাজ করছেন অমিতাভ বচ্চন, এটা প্রতিদিনই খবরের শিরোনামে আসছে। বাদ পড়ছে না কাজের ফাঁকে তার অন্যরকম কাজগুলোও।

স্কুটার চালিয়ে শহর ঘোরার পর ভ্যানরিকশায় শুয়ে চমকে দিয়েছেন বলিউড বাদশা। এবার ক্যাথিড্রাল গির্জায় পিয়ানো দেখেই বাজালেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা।
 
‘তিন’ ছবিতে অমিতাভের সহশিল্পী বিদ্যা বালান সাংবাদিকদের জানান, সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ ছবির থিম মিউজিক বাজিয়েছেন বিগ বি। ‘চারুলতা’য় সৌমিত্র চট্টোপাধ্যায় পিয়ানো বাজিয়ে গেয়েছিলেন ‘আমি চিনি গো চিনি তোমারে’। অমিতাভের পিয়ানো বাজানো দেখে বিদ্যার মনে পড়েছে সেই দৃশ্য।
 
চলতি বছর মুক্তিপ্রাপ্ত সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কে তুমি নন্দিনী’ গানে নেচেছিলেন অমিতাভ৷ নতুন খবর হলো, সুজিতের আরেকটি ছবিতে কাজের সম্মতি জানিয়েছেন তিনি। তাই কলকাতায় আবার আসতে হতে পারে তাকে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।