ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্যাদুর্গতদের জন্য রজনীকান্তর ১০ লাখ রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বন্যাদুর্গতদের জন্য রজনীকান্তর ১০ লাখ রুপি রজনীকান্ত

তামিলনাড়ুতে প্রচন্ড বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, পথে বসেছেন অনেকে।

তাদের সাহায্যার্থে ১০ লাখ রুপি দিলেন সুপারস্টার রজনীকান্ত। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা দিয়েছে শ্রী রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এর স্বত্ত্বাধিকারী রজনীকান্ত।
 
এদিকে রজনীকান্তর মতো দক্ষিণ ভারতের বেশ কয়েকজন তারকা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বন্যা দুর্গতদের জন্য। রজনীকান্তর জামাতা ধানুষ দান করেছেন ৫ লাখ রুপি। অভিনেতা সুরিয়া ও তার ভাই কার্তি মিলে দিয়েছেন ২৫ লাখ রুপি। আর অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি দিয়েছেন ১০ লাখ রুপি।
 
গত কয়েক সপ্তাহে তামিলনাড়ুতে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। এতে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত।
 
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।