ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজয়ের গানে তারা চারজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বিজয়ের গানে তারা চারজন (বাঁ থেকে) ইমরান, কনা, কনক চাঁপা ও বাপ্পা মজুমদার

দুই প্রজন্মের চার জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা, বাপ্পা মজুমদার, কনা ও ইমরান। নিজেদের গানেই তারা সমাদৃত।

এই চার শিল্পীকে এক মঞ্চে পাওয়া যাবে এবার। বিজয়ের গান গেয়েছেন শিল্পীরা।

অনুষ্ঠানটিতে বাপ্পা মজুমদারকে পাওয়া যাবে সঞ্চালক হিসেবে। পাশাপাশি তিনি একটি গানও গেয়েছেন। ‘নোঙর তোলো তোলো’ গানটিতে তার সঙ্গে কোরাস গেয়েছেন বাকি তিন শিল্পী। অনুষ্ঠানে কনক চাঁপা, কনা ও ইমরান দুটি করে দেশের গান গেয়েছেন। কনক চাঁপা গেয়েছেন নিজের গাওয়া গান। অন্যদিকে কনা ও ইমরান শুনিয়েছেন শ্রোতাপ্রিয় দেশাত্মবোধক গানগুলো। কনার কণ্ঠে থাকছে ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ ও ‘রাঙামাটির রঙে চোখ’ গান দুটো। এ ছাড়া ইমরান গেয়েছেন ‘যে মাটির বুকে’ আর ‘তুমি মিশ্রিত লগ্ন মাধুরী’ শিরোনামের গান।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। গতকাল বুধবার (২ ডিসেম্বর) অনুষ্ঠানটির দৃশ্যধারণে অংশ নেন শিল্পীরা। এটি প্রযোজনা করেছেন রোমানা আফরোজ। তিনি জানান, অনুষ্ঠানটির নাম ও প্রচার সময় এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।