ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিশা, কর্নেল এলাহী (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মিশা, কর্নেল এলাহী (ভিডিও) মিশা সওদাগর

‘মিলিটারিদের তিনটি টার্গেট- আওয়ামীলীগ, হিন্দু, যুবক ছেলে’- ভয়েস ওভারে এ কথাগুলো দিয়েই শুরু। তারপর পুরোটা জুড়ে কখনও সাদা-কালো, কখনও রঙিন।

মিলিটারিদের গাড়ি, নির্যাতন, উৎকণ্ঠা, অনিল বাগচীর শান্ত অথচ দৃঢ় কণ্ঠ; আর কর্নেল এলাহী।

খানিকটা ইংরেজি, আর অনেকটা ঊর্দু মিলিয়ে কথা বলে এলাহী। ‘অনিল বাগচীর একদিন’ ছবিতে এ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। সম্প্রতি ছবিটির প্রায় চার মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে। মূল ঘরানার বাণিজ্যিক ছবিগুলোতে যেভাবে দেখা যায় মিশাকে, যেভাবে সংলাপ বলেন, অভিব্যক্তি দেন; ‘কর্নেল এলাহী’ হয়ে এ ছবির মিশা সম্পূর্ণ আলাদা। থেমে থেমে, শান্ত গলায় কথা বলছেন। যখন হাসছেন, সেটাও সংযত, মাত্রা ছাড়াচ্ছে না। পাকিস্তানি মিলিটারি ইউনিফর্মে, সাদা কালো ফ্রেমে, মিশাকে দেখাচ্ছে সম্পূর্ণ ভিন্নরকম! টিজারটি দেখে অনেকেই তাই তার প্রশংসা করছেন।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে একই নামে এ ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। আরেফ সৈয়দ, জ্যোতিকা জ্যোতি, গাজী রাকায়েত, মিশা সওদাগর, তৌফিক ইমন, ফারহানা মিঠু প্রমুখ অভিনয় করেছেন এতে। ‘অনিল বাগচীর একদিন’ মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর।

‘অনিল বাগচীর একদিন’ ছবির টিজার:

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।