ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখ-কাজল যেন রাজ কাপুর-নার্গিস! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
শাহরুখ-কাজল যেন রাজ কাপুর-নার্গিস! (ভিডিও)

শাহরুখ খান ও কাজলকে বলা হয় হিন্দি ছবির সর্বকালের সেরা জুটি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) মুক্তির পর থেকে তারা যতোবারই একফ্রেমে এসেছেন, দর্শকরা ভালোবাসায় সিক্ত করেছে তাদেরকে।

ওই ছবি মুক্তির ২০ বছর পেরিয়েছে, বয়সের দিক দিয়ে শাহরুখ পূর্ণ করেছেন হাফ সেঞ্চুরি, আর কাজল আছেন চল্লিশের ঘরে, কিন্তু তাদের জাদু ম্লান হয়নি কিঞ্চিৎও।

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’র ‘জনম জনম’ শিরোনামের নতুন গানের ভিডিওর মাধ্যমে আবার ভক্তদের মুগ্ধ করছেন শাহরুখ-কাজল। এর একটি অংশে বৃষ্টিভেজা মুহূর্তে একই ছাতার নিচে জায়গা করে নিয়েছেন তারা। দু’জনের রসায়ন যেন এই শীতল আবহাওয়াকে আরও প্রেমময় করে তুলেছে। গানটির বেশিরভাগ অংশই সাদাকালো। তাই দৃশ্যটি মনে করিয়ে দিচ্ছে ‘শ্রী ৪২০’ (১৯৫৫) ছবির ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানে রাজ কাপুর ও নার্গিসের রসায়ন। ওই দু’জনই বৃষ্টিতে একই ছাতার নিচে ছিলেন।

বলরুমে ধারণকৃত ‘জনম জনম’-এর আরেকটি দৃশ্য ফিরিয়ে আনছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ‘রুখ জা ও দিল দিওয়ানি’ গানটিকে। বৃহস্পতিবার ইউটিউবে তোলা ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা হয়েছে ১১ লাখ বারেরও বেশি। প্রীতম চক্রবর্তীর সুর ও সংগীত পরিচালনায় এটি গেয়েছেন অরিজিৎ সিং। এর কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

এর আগে ছবিটির ‘গেরুয়া’ গানে শাহরুখ-কাজল জুটির রসায়ন মুগ্ধ করেছে দর্শককে। ছবিটির আরেক গান ‘মানমা ইমোশন জাগে’র ভিডিও বের হয়েছে কয়েকদিন আগে। এতে নেচেছেন ও ঠোঁট মিলিয়েছেন বরুণ ধাওয়ান-কৃতি স্যানন। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

শাহরুখ ও কাজলকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ ছবিতে। এটি মুক্তি পায় ২০১০ সালে।

* ‘দিলওয়ালে’ ছবির ‘জনম জনম’ গানের ভিডিও :


* ‘শ্রী ৪২০’ ছবির ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানের ভিডিও :


* ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘রুখ জা ও দিল দিওয়ানি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।