ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ কোটির ঘরে ধানুষের ‘কোলাভেরি ডি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
১০ কোটির ঘরে ধানুষের ‘কোলাভেরি ডি’ (ভিডিও) ধানুষ

তামিল অভিনেতা ধানুষের গাওয়া ‘কোলাভেরি ডি’ চার বছর আগে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলো। ভার্চুয়াল দুনিয়ায় এর সফল যাত্রা চলছে তো চলছেই! ইউটিউবে গানটির ভিডিও দেখা হয়েছে ১০ কোটি বারেরও বেশি।

গত ৪ নভেম্বর এই মাইলফলক স্পর্শ করেছে ‘কোলাভেরি ডি’।

২০১১ সালের ১৬ নভেম্বর সনি মিউজিক মুক্তি দেয় গানটি। ‘কোলাভেরি’ শব্দটি তামিল যুবকদের প্রিয় গালাগাল। অনেকের মধ্যে কেউ চুপচাপ থাকলে তাকে কোলাভেরি বলা হয়। গাওয়ার পাশাপাশি এর কথাও লিখেছেন ধানুষ। ‘কোলাভেরি ডি’র সুর ও সংগীত পরিচালনা করেছেন ১৮ বছর বয়সী অনিরুদ্ধ রবিচন্দর।

গানটি তৈরি হয় ধানুষের স্ত্রী ঐশ্বরিয়া পরিচালিত ‘থ্রি’ ছবির জন্য। এতে আরও অভিনয় করেন শ্রুতি হাসান। গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিওতে রাখা হয়েছে আড্ডার মেজাজ।

* ‘থ্রি’ ছবির ‘কোলাভেরি ডি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।