ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যান্সার রোগীর শেষ ইচ্ছা পূরণে হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ক্যান্সার রোগীর শেষ ইচ্ছা পূরণে হৃতিক হৃতিক রোশন

সামাজিক দায়বদ্ধতা থেকে তারকারা দাতব্যসেবায় এগিয়ে আসেন। তারা প্রমাণ করেন, টাকা না থাকলেও মানুষের কল্যাণ কিংবা ভালো কাজ করা যায়।

শুধু প্রয়োজন অনুপ্রেরণা আর সদিচ্ছা। বলিউডের সুপারস্টার হৃতিক রোশন ভালোভাবেই তা প্রমাণ করলেন।

হৃতিক এখন ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে ‘মহেঞ্জোদারো’ ছবির কাজ করছেন। সেখানেই তিনি জানতে পারেন, ক্যান্সার আক্রান্ত এক রোগীর শেষ ইচ্ছা তার সঙ্গে দেখা করা। জাবালপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা বাঁচবেন আর অল্প ক’দিন।

হৃতিকের সঙ্গে তার দেখার করার আকুল ইচ্ছার কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তা পৌঁছে দেয় ছবিটির পরিচালক আশুতোষ গোয়াড়িকরের কাছে। তিনিই ৪১ বছর বয়সী এই তারকাকে জানান খবরটি।

ভক্তের ব্যাধি ও শেষ ইচ্ছার কথা শুনে তার সঙ্গে দেখা করতে সম্মতি জানান হৃতিক। তিনি সব ব্যবস্থা করে ওই রোগীকে নিজের ওঠা হোটেলে আসার আমন্ত্রণ জানান। একেই বলে মানবতা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।