ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিডিওতে এলো শাকিব-তিশার রসায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ভিডিওতে এলো শাকিব-তিশার রসায়ন শাকিব খান ও তিশা

দেশীয় চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান ও ছোটপর্দার তারকা নুসরাত ইমরোজ তিশা জুটি বেঁধেছেন ‘মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ ছবিতে। এতদিন এর বিভিন্ন স্থিরচিত্রে আটকে ছিলো তাদের রসায়ন।

এবার এলো ভিডিওচিত্র।  


‘আমার মতন কে আছে বলো/ বাসবে তোমায় এতো ভালো’ কথার গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাকিব। সঙ্গে আছেন তিশা। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ ছবির এই গানে কালো আর লাল রঙের পোশাকে সেজেছেন শাকিব ও তিশা। গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে।  

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ইউটিউবে বাংলা এক্সপ্রেস চ্যানেলে ‘আমার মতো কে আছে বলো’ ভিডিওটি প্রকাশিত হয়। রবিউল ইসলাম জীবনের কথায় এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। সুর আর সংগীতায়োজনও তারই।

আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটিতে শাকিব-তিশা ছাড়াও আছেন আঁচল, পড়শি, মিশা সওদাগর, ডন, শিমুল খান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।  

** ‘আমার মতন কে আছে বলো’ গানের ভিডিও :

 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।