ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ‘তেরে বিন লাদেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আবার ‘তেরে বিন লাদেন’

২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ দর্শকদের পেটে খিল ধরিয়ে দিয়েছিলো। এবার আসছে ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালিভ’।



এবারও পরিচালকের আসনে আছেন অভিষেক শর্মা। এরই মধ্যে প্রকাশিত হলো ছবিটির প্রথম পোস্টার। এতে দেখা যাচ্ছে, লাদেনের ছদ্মবেশ নেওয়া এক ব্যক্তি রকেটে চেপেছেন। তার হাতের পত্রিকার মূল শিরোনাম ‘বিন লাদেন মৃত’।

এবারের ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মনীষ পাল, প্রধুমান সিং ও সিকান্দার খের। এ ছাড়া আছেন পীযূষ মিশ্র, সুগন্ধা গর্গ, চিরাগ ভোরা ও রাহুল সিং। একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে আগের ছবির অভিনেতা আলি জাফরকে। ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালিভ’ মুক্তি পাবে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।