ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনন্যা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
অনন্যা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনন্যা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার (ডি‌সেম্বর ০৫) বি‌কেল ৩টা ৫৪ মি‌নি‌টে  ছায়ান‌ট  মিলনায়তনে জাতীয় সংগী‌তের মধ্য‌ দি‌য়ে শুরু হয় অনুষ্ঠান ।




অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত অাছেন কথাসা‌হি‌ত্যিক সে‌লিনা হো‌সেন। আরও উপস্থিত আছেন ই‌তিহাস‌বিদ ড. সৈয়দ অা‌নোয়ার হো‌সেন ।

এবার ২০১৫ অনন্যা পুরস্কার পা‌চ্ছেন গ‌বেষক ও প্রাব‌ন্ধিক ড. সো‌নিয়া নিশাত অা‌মিন।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব কর‌ছেন অনন্যা সম্পাদক তাস‌মিমা হো‌সেন।

বাংলা‌দেশ সময়:১৬৩৬ ঘণ্টা, ডি‌সেম্বর ০৫, ২০২৫
এমঅাই‌কে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।