ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টয়ার রসিকতা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
টয়ার রসিকতা! টয়া

‘পুরাই ফান’- ফোনে যখন বলছিলেন টয়া, তখন তিনি এফডিসির সাজঘরে। গত দু’দিন ধরে তার দায়িত্ব হয়ে পড়েছে, হেসে হেসে কথা বলা।

সামনে যারা থাকবেন, এটা সেটা প্রশ্ন করে তাদেরকে হাসানো। সোজা কথায়, রসিকতা করা।

টয়া তো সারাক্ষণ হাসতেই থাকেন। ভীষণ ফুর্তিবাজ মেয়ে তিনি। তাহলে কেনো এ বাড়তি দায়িত্ব? কারাই বা চাপিয়ে দিলো তার ওপর? খুলে বলেন টয়া- ‘একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। হাসির অনুষ্ঠান। আমি আগে কখনও এ ধরণের অনুষ্ঠান করিনি। ভীষণ মজা পাচ্ছি। ’

অনুষ্ঠানের নাম ‘ফ্যান্টাস্টিক ফান’। এফডিসির চার নম্বর ফ্লোরে শনিবার (৫ নভেম্বর) থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ‘সাত পর্বের অনুষ্ঠান। আজই শুটিং শেষ হবে’- জানিয়ে টয়া যোগ করলে, “এই প্রথম কোনো অনুষ্ঠান একাই উপস্থাপনা করছি। এর আগে ‘লাক্স স্টাইল চেক’ নামে একটা অনুষ্ঠান করেছিলাম, সেটাতে আমার সঙ্গে আরও একজন ছিলেন উপস্থাপনায়। ”

অতিথিরা আসবেন, গল্প-আড্ডা করবেন, গেমস খেলবেন- এটাই ‘ফ্যান্টাস্টিক ফান’ অনুষ্ঠানের ধরণ। এটি এর দ্বিতীয় মৌসুম। টয়া জানিয়েছেন, শিগগিরই বাংলাভিশনে দেখা যাবে তার রসিকতা!

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।