ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইফের মধ্যে পরিবর্তন চান না কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
সাইফের মধ্যে পরিবর্তন চান না কারিনা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

বলিউডের সবচেয়ে আকর্ষণীয় দম্পতিদের মধ্যে সামনের সারিতে আছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তারা বিয়ে করেছেন তিন বছর হলো।

এরপর জীবনে কোনো পরিবর্তন আসেনি বলে জানান বেবো (কারিনার ডাকনাম)। আর তিনি চানও না, সাইফের মধ্যে কোনো পরিবর্তন আসুক।

গত ৪ ডিসেম্বর হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের ১৩তম আসরে অংশ নিয়েছেন কারিনা। এখানে বার্তা সংস্থা আইএএনএসকে তিনি বলেন, ‘বিয়ে করায় ভালো লাগছে। বিয়ের পর জীবনে কোনো পরিবর্তন দেখিনি, দেখতে চাই না। কোনো কিছু পাল্টে যাক, তা-ও চাই না। আমার স্বামী আগে যেমন ছিলো, সবসময় তেমনই থাকুক। আর আমিও আগের মতোই আছি। ’

২০১২ সালের অক্টোবরে বিয়ের বন্ধনে জড়ান সাইফ-কারিনা। তাদেরকে ‘তাশান’, ‘কুরবান’, ‘এজেন্ট বিনোদ’ ছবিতে দেখা গেছে। কারিনার হাতে আছে এখন ‘কি অ্যান্ড কা’ এবং ‘উড়তা পাঞ্জাব’ ছবি দুটি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।