ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশকার অন্যরকম হ্যাটট্রিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
আনুশকার অন্যরকম হ্যাটট্রিক আনুশকা শর্মা

অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মা বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন, এসেছে সাফল্যও। চলতি বছর নভদ্বীপ সিং পরিচালিত ‘এনএইচটেন’ ছবির মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান তিনি।

এ নিয়ে ইতিবাচক সাড়া পাওয়ায় অনুপ্রাণিত বলিউডের এই অভিনেত্রী। তাই এবার টানা তিনটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।

নতুন তিনটির প্রথমটি পরিচালনা করবেন নভদ্বীপ সিং। পরের দুটির মাধ্যমে পৃথকভাবে পরিচালক হিসেবে অভিষেক হবে আনশাই লাল ও ‘দিল্লি বেলি’ ছবির চিত্রনাট্যকার অক্ষত ভার্মার। আনুশকা জানান, আনশাই ও অক্ষতর ছবি দুটি হাস্যরস আর প্রেমে ভরপুর। আর নভদ্বীপেরটি থ্রিলার ধাঁচের। দুই সপ্তাহ আগে ছবিগুলোর চিত্রনাট্যকারদের সঙ্গে আলোচনা করে সব চূড়ান্ত করেন আনুশকা ও তার ভাই কারনেশ।

শুধু প্রযোজনা নয়, তিনটির যে কোনো একটিতে অভিনয়ও করতে পারেন আনুশকা। তিনি এখন লন্ডনে করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘প্রযোজনা করে দারুণ আনন্দ পেয়েছি। তবে কখনও অর্থ বা খ্যাতির পেছনে ছুটিনি, ছুটবোও না। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।