ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছরে চারবার ‘ওয়াটারনেস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বছরে চারবার ‘ওয়াটারনেস’

তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটারের নন্দিত প্রযোজনা ‘ওয়াটারনেস’ বেশ কিছুদিন পর মঞ্চে দেখা যাবে। আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এর চতুর্থ মঞ্চায়ন।



তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত বাংলানিউজকে জানান, এই মঞ্চায়নের মাধ্যমে বছরে চারটি নিয়মিত প্রদর্শনীর প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে তুরঙ্গমী। এবারের প্রদর্শনীর আগে কাউন্টারে এবং অনলাইনে ticketchai.com ঠিকানায় টিকিট পাওয়া যাবে।

‘ওয়াটারনেস’-এর পাণ্ডুলিপি লিখেছেন ভারতের ধীমান ভট্টাচার্য। মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে প্রযোজনাটির মূল অনুপ্রেরণা কাদম্বরী দেবী; জল ও নারীর সম্পর্ক নিয়ে গবেষণাধর্মী এই প্রযোজনাটি বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি। এর ব্যাপ্তি ৪৫ মিনিট।

বাংলাদেশ সময় : ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।