ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ

শাহরুখ খানের এই ভালোলাগার ব্যাপারটা ভক্তদের অজানাই ছিলো। এই অজানা দিকটি ফাঁস করলেন স্ত্রী গৌরি খান।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান- ইন্টেরিয়রস ও সাজসজ্জার প্রতি ঝোঁক আছে বলিউড বাদশার। নিজেদের আলিশান বাংলো মান্নতের বেশিরভাগ অন্দরসজ্জা তিনি নিজেই করেছেন।

স্বামী হিসেবে শাহরুখ সহায়তাপ্রবণ জানিয়েছেন রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজক গৌরি। স্ত্রীকে সহায়তা করতেই ইন্টেরিয়র ডিজাইনে মাঝে মধ্যে সময় দিয়ে থাকেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

এদিকে আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে গৌরি খান প্রযোজিত ‘দিলওয়ালে’। এতে পাঁচ বছর পর শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন কাজল। এ ছাড়াও আছেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।  

বাংলাদেশ সময় : ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।