ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানীর মেয়ে আদিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
রানীর মেয়ে আদিরা রানী মুখার্জি

কন্যাসন্তানের মা হলেন রানী মুখার্জি। বুধবার (৯ ডিসেম্বর) মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে নবজাতকের জন্ম হয়।

রানীর স্বামী আদিত্য চোপড়া মেয়ের নাম রেখেছেন আদিরা। এটাই বলিউডের এই অভিনেত্রীর প্রথম সন্তান। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

নবজাতকের জন্মের খবর টুইটারে প্রথম জানান রানীর দেবর উদয় চোপড়া। বলিউডের এই অভিনেতা লিখেছেন, ‘মেয়ে হয়েছে!’ এরপরই টুইটারে আসতে থাকে একের পর এক শুভেচ্ছাবার্তা। রানীর ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কাভি আলবিদা না কেহনা’ ছবির পরিচালক করণ জোহর লিখেছেন, ‘ফুটফুটে একটা মেয়ের চাচা হলাম আজ। ’ অভিনন্দন জানিয়েছেন অভিনেতা ঋষি কাপুরও।

আদিত্যর প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মাধ্যমে এক বিবৃতিতে রানী বলেছেন, ‘আমার সব শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ধন্যবাদ জানাই। আদিরার মাধ্যমে আজ সৃষ্টিকর্তার কাছ থেকে জীবনের সেরা উপহার পেলাম। ভক্ত ও বন্ধুদের অকৃত্রিম সহযোগিতা ও আশীর্বাদের জন্যও রইলো ধন্যবাদ। আনন্দের সঙ্গে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ’

রানীকে সর্বশেষ ‘মারদানি’ ছবিতে দেখা গেছে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত বছর আদিত্যর সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি। এবারের দিওয়ালির পরপরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ বছর বয়সী এই তারকা।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।