ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রীর দায়ের করা মামলায় নায়ক হেলাল খানের বিরুদ্ধে সমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
স্ত্রীর দায়ের করা মামলায় নায়ক হেলাল খানের বিরুদ্ধে সমন হেলাল খান ও ঊমা খান

ঢাকা: স্ত্রী শিল্পী ঊমা খানের দায়ের করা যৌতুকের মামলায় চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) যৌতুক আইনের ৪ ধারায় ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে ঊমা খান এ মামলাটি দায়ের করেন।



মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে তার জবানবন্দি গ্রহণ করে আগামী ৩ জানুয়ারি হেলাল খানকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন।

গত ৭ ডিসেম্বর হেলাল খান তার স্ত্রী ঊমা খানের কাছে ৮০ হাজার ডলার (৬০ লাখ) যৌতুক দাবি করেছেন মর্মে মামলায় অভিযোগ করা হয়।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান পিন্টু।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫, আপডেট ১৮১৬
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।