ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
প্রেম নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে খুব একটা কথা বলতে চান না ক্যাটরিনা কাইফ। অবশেষে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি।

জিকিউ ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদে জানা গেলো এই তথ্য।

বলিউড লাইফ জানিয়েছে, সাক্ষাৎকারে নিরাপত্তাহীনতা, প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন ক্যাট। প্রেমিক রণবীর কাপুরের পরিবারের সঙ্গে বেশ কয়েকবার দেখা যাওয়া প্রসঙ্গেও কথা বলেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

ক্যাটরিনা বলেছেন, ‘নিজের ইচ্ছেমতো রণবীরের পরিবারের কাছাকাছি যেতে পারি না। কিন্তু তাদের সঙ্গে সময় কাটাতে পারলে ভালো লাগতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা নির্ধারণ করে পরিবার। আমি খুব সংবেদনশীল মানুষ। তাই সঙ্গী যদি আমার প্রয়োজন মেটাতে পারে, তাহলে আমার চেয়ে ভালো প্রেমিকা আর সে পাবে না। ’

যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করার কথা মনে হলেই ভয় জাগে ক্যাটরিনার মনে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পূজাবেদি কিংবা মন্ডপে যাকে বিয়ে করার জন্য দাঁড়িয়েছি, সে আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসে না- এমন হয় কি-না তা ভেবে ভয় লাগে। মন ভাঙার আশঙ্কাই আমার একমাত্র ভয়। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।