ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিলীপ কুমারের ঘরে পদ্মবিভূষণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
দিলীপ কুমারের ঘরে পদ্মবিভূষণ দিলীপ কুমার

ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ৯৩তম জন্মদিন ছিলো শুক্রবার (১১ ডিসেম্বর)। এদিন জানা গেলো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ খেতাব আসছে তার কাছে।



অবশ্য চলতি বছরের শুরুতেই পদ্মবিভূষণ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর এপ্রিলে তা প্রদান অনুষ্ঠান হয়েছে। কিন্তু তখন রাষ্ট্রপতি ভবনে গিয়ে পুরস্কার গ্রহণের মতো শারীরিক অবস্থা ছিলো না দিলীপ কুমারের। তাই আগামীকাল ১৩ ডিসেম্বর তার ঘরে আসছে পদ্মবিভূষণ।

দিলীপ কুমারের সহধর্মিণী সায়রা বানু জানান, রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করে তাদেরকে বলা হয়- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস ও ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গিয়ে সম্মাননা দিয়ে আসবেন।

এদিকে চেন্নাইয়ে বন্যায় দুর্গতদের  সঙ্গে সংহতি প্রকাশ করে এবারের জন্মদিন উদযাপন করেননি দিলীপ কুমার। তিনি জীবনের কিছুটা সময় চেন্নাইয়ে থাকতেন।

বাংলাদেশ সময় : ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।