ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তরুণদের নিয়ে সুজেয় শ্যাম ও ফাহমিদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
তরুণদের নিয়ে সুজেয় শ্যাম ও ফাহমিদা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। অন্যদিকে ফাহমিদা নবী গাইছেন দীর্ঘদিন ধরে।

তাদের দু'জনের তত্ত্বাবধানে নতুন প্রজন্মের আটজন শিল্পী কণ্ঠে তুলেছেন বিজয়ের গান। অনুষ্ঠানটি তৈরি হয়েছে বিটিভির জন্য। ‘বিজয় নিশান উড়ছে ওই’ প্রচার হবে আগামী ১৬ ডিসেম্বর।
 
জানা গেছে, সুজেয় শ্যামের পরিচালনা ও ফাহমিদা নবীর সঞ্চালনায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সাতটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন পুলক অধিকারী, পুতুল, বাঁধন, নওরীন, কাজী নওরীন, রাশেদ, অপু ও ইউসুফ। গানগুলো হলো- ‘পূর্ব দিগন্তে’, ‘নোঙর তোলো তোলো’, ‘বিজয় নিশান উড়ছে ওই’, ‘রক্ত চাই’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘আজ রণসাজে’ ও ‘আয়রে চাষী’। এর মধ্যে ছয়টি গানে পাওয়া যাবে সবাইকে। কেবল একটি গানে (আয়রে চাষী) থাকছেন নারী শিল্পীরা। গত ১১ ডিসেম্বর বিটিভির নিজস্ব স্টুডিওতে গানগুলোর ভিডিওধারণ করা হয়।

পুলক জানান, বিজয়ের মাসে শিল্পীদের নিয়ে গানগুলোর ভিডিও তৈরি করা হয়েছে। এমন একটি আয়োজন দর্শক-শ্রোতাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন শিল্পীরা।
 
বাংলাদেশ সময় : ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।