ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবুল হায়াতের ‘ডায়েরি ৭১’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আবুল হায়াতের ‘ডায়েরি ৭১’

ডায়েরিটা আসলে আবুল হায়াতের নয়। সাদেক সাহেব বলে যার কাছে এটা ছিলো, তারও নয়।

তবে কার? ১৯৭১ সালে লেখা একটা ডায়েরি দোলনকে দেয় তার বাবা সাদেক সাহেব। সঙ্গে নির্দেশনা- অমুক গ্রামে গিয়ে রশিদা নামের এক মহিলাকে দিয়ে আসার। খুবই গোপন, ফলে পড়া নিষেধ।

অসুস্থ বাবার অনুরোধ রক্ষা করতে দোলন হাজির সেই গ্রামে। ডায়েরির মালিককে খুঁজে বের করে জানতে পারে- এক কাহিনী। মহিয়সী বীর নারীর কাহিনী, যাকে তার বাবা কথা দিয়েও কথা রাখেননি।

এই দোলন, আর তার বাবা, আর জনৈকা রশিদা, আর একটি ডায়েরি- এগুলোই উঠে এসেছে আবুল হায়াতের সাম্প্রতিক চিন্তায়। তিনি নির্মাণ করেছেন নতুন নাটক ‘ডায়েরি ৭১’। গল্প, চিত্রনাট্যও তার।

খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও তারিন অভিনয় করেছেন এতে। এটিএন বাংলায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।