ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক সপ্তাহ এগিয়ে শতাব্দী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এক সপ্তাহ এগিয়ে শতাব্দী

কথা ছিলো ২৫ ডিসেম্বর। ওইদিন মুক্তি পাওয়ার কথা ছিলো শতাব্দী ওয়াদুদ অভিনীত ‘বাপজানের বায়োস্কোপ’।

কিন্তু হুট করেই ছবিটির পরিচালক রিয়াজুল রিজু জানালেন, তারিখ পরিবর্তন করা হয়েছে। আর মাত্র চারদিন পরেই মুক্তি। মানে এই শুক্রবারই (১৮ ডিসেম্বর) সিনেমা হলে আসছে ছবিটি।

‘বাপজানের বায়োস্কোপ’ এ সময়ের গল্প। বড় একটি অংশজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনাও। ছবিটি একটি প্রায় বিচ্ছিন্ন চরের গল্প। সেখানকার অধিবাসী শতাব্দী। বায়োস্কোপে দেখান মুক্তিযুদ্ধের চিত্র।

এতে অভিনয়ে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, হাফসা মৌটুসী, তারেক বাবু প্রমুখ। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছে মাসুম রেজা। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, চন্দনা মজুমদার, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক ও শিমুল খান।

‘বাপজানের বায়োস্কোপ’ ছবির ট্রেলার:


বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।