ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রোবটের শত্রু অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
রোবটের শত্রু অক্ষয় কুমার! অক্ষয় কুমার

বিশাল খবর! ‘রোবট টু’ ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার।   এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নেতিবাচক ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ তারকাকে।

 

মূল ছবির মতো এবারও থাকছেন রজনীকান্ত। তার সঙ্গে দেখা করতে বুধবার (১৬ ডিসেম্বর) চেন্নাই গিয়েছিলেন অক্ষয়। এটাই ছিলো তাদের প্রথম সাক্ষাৎ। এর পরপরই মুম্বাইয়ে ফিরে আসেন ৪৮ বছর বয়সী অক্ষয়।

‘রোবট’-এ রজনীকান্তর নায়িকা ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার থাকছেন অ্যামি জ্যাকসন।   আগের ছবির মতো এটিও পরিচালনা করবেন শংকর। ছবিটি তৈরি হবে তামিল ভাষায়ও, সে ক্ষেত্রে এর নাম হবে ‘ইন্দিরান টু’।

বাংলাদেশ সময় : ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।