ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ফাইভ ফিমেল ফ্রেন্ড’ আর তামিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
‘ফাইভ ফিমেল ফ্রেন্ড’ আর তামিম

ঢাকা: ফাইভ ফিমেল ফ্রেন্ডস নাটকে দেখা যাবে তরুণ অভিনেতা তামিমকে। শাবিপ্রবি'র নৃবিজ্ঞান বিভাগ থেকে সদ্য পাশ করে বেরিয়েছেন তামিম।

ইচ্ছা রয়েছে সৃজনশীল অভিনয়ের মধ্য দিয়ে দেশের অভিনয় জগতে আলাদা স্থান করে নেয়ার।

‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ ধারাবাহিকে তার চরিত্রের নাম হাসান। হাসান ইউনিভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল চালায়। শ্রেয়া, মারিয়া নুর, নাবিলা, পিয়া, স্বাগতা এই ৫ বন্ধু তার কাজে উদ্বুদ্ধ হয়ে তাকে স্কুল চালাতে বিভিন্নভাবে সহযোগিতা করে।

নাটকটির চিত্রনাট্য ও এডিটিং করেছেন মুশফিকুর রহমান চন্দন। পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির সান।  

বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে ডিসেম্বরের ১৯-২৪ তারিখ রাত ১১টায়।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।