ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমাকে হুমকিও দেওয়া হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
‘আমাকে হুমকিও দেওয়া হয়েছে’ ঊর্মিলা শ্রাবন্তী কর। ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে বেশ বিড়ম্বনায় আছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তার নামে একাধিক ভুঁয়া অ্যাকাউন্ট থেকে টিভি মিডিয়ার বিভিন্ন পরিচালক-অভিনয়শিল্পীদের কাছে অশোভন বার্তা পাঠানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।



বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় ঊর্মিলা বলেন, ‘আমার প্রোফাইলের সঙ্গে মিলিয়ে, একই প্রোফাইল পিকচার দিয়ে, স্ট্যাটাস কপি করে, ভুঁয়া অ্যাকাউন্টগুলো চালানো হচ্ছে। ওখান থেকে বিভিন্ন জনের কাছে উল্টাপাল্টা মেসেজ পাঠাচ্ছে। অনেকেই আমাকে ফোন করে জানতে চাচ্ছেন। ওই অ্যাকাউন্টগুলো থেকে আমাকেও ব্লক করে রেখেছে। ’

শুধু তা-ই নয়। ঊর্মিলা বলছেন, ‘এর আগেও বেশকিছু ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছিলো। আমি বিভিন্নভাবে অনুরোধ করে, মেসেজ পাঠিয়ে কয়েকটি বন্ধ করতে পেরেছিলাম। একটা অ্যাকাউন্ট থেকে আমাকে হুমকিও দেওয়া হয়েছিলো যে, এক লাখ টাকা না দিলে অ্যাকাউন্ট বন্ধ করবে না। উল্টো সরকারবিরোধী বিভিন্ন উষ্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আমাকে বিপদে ফেলবে। ’

বিষয়গুলো নিয়ে ঊর্মিলা আছেন দুশ্চিন্তায়। ভুঁয়া অ্যাকাউন্ট থেকে কোনো ধরণের নেতিবাচক মেসেজ গেলে, তাকে ভুল না বোঝার অনুরোধ জানিয়েছেন ঊর্মিলা।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।