ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্জা চরিত্রে সোনমের একঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
নির্জা চরিত্রে সোনমের একঝলক

ঘটনাটা ১৯৮৬ সালের। পাকিস্তানের করাচিতে একটি বিমান হাইজ্যাক হয়।

এতে যাত্রী ছিলেন ৩৫৯ জন। বিমানবালাদের মধ্যে ছিলেন ২৩ বছর বয়সী অকুতোভয় নির্জা ভানত। ভারতীয় এই তরুণী সেদিন বাঁচিয়েছিলেন ৩৫৯টি প্রাণ।

সত্যিকারের সেই ঘটনায় নির্জা কীভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন? সেটা দেখা যাবে রূপালি পর্দায়। নির্জার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবির নামও ‘নির্জা’। ১৭ ডিসেম্বর প্রকাশ পেলো ছবিটির ট্রেলার।

বলিউডের ফ্যাশন ডিভা সোনম চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে নির্জাকে জানার কোনো চেষ্টা বাকি রাখেননি। ৩০ বছর বয়সী সোনম পদে পদে নির্জার প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা প্রকাশ করেছেন । প্রয়াত নির্জার জন্মদিনেও তাকে স্মরণ করেছেন সোনম।

এদিকে গত ১৫ ডিসেম্বর ছবিটির ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্জার দুই ভাই অখিল ভানত ও অনিশ ভানত।

রাম মাদভানি পরিচালিত বায়োপিক ‘নির্জা’ মুক্তি পাবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি।

** সোনম কাপুর অভিনীত ‘নির্জা’র ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।