ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার আসছেন নচিকেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আবার আসছেন নচিকেতা নচিকেতা/ছবি-নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ বছর একাধিকবার বাংলাদেশে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। জীবনমুখী গানের এই গায়ক সে সময় ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে গান শুনিয়েছেন।

আবারও আসছেন তিনি গানের টানে।

আয়োজকরা জানান, আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিডিটউটে গান শোনাবেন নচিকেতা। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। নচিকেতা মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টায়। এই আয়োজনে আরও থাকছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত গায়িকা চৈতী মুৎসুদ্দী। চট্টগ্রামের দর্শকরা টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।

রেড ভেলভেটের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লাইভ নচিকেতা উইথ চৈতী’। অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার রেশমি আক্তার তিশা বলেন, ‘শুদ্ধ সংগীতের শ্রোতাদের ভালো লাগবে অনুষ্ঠানটি। নচিকেতার পরিবেশনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপরও আমরা বৈচিত্র্য রাখছি সবকিছুতে। শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন বলে মনে করি। ’

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।