ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তাহলে’ প্রভা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
‘তাহলে’ প্রভা!

সাদামাটাভাবে গল্পের শুরু। চেনা প্রেমের গল্প।

প্রেমিক পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে। অর্থাৎ সে বেকার। এদিকে প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তার পরিবার। প্রেমিক সাফ জানিয়ে দিলো, এ মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু প্রেমিকা নাছোড়। শেষমেষ তার জোরাজুরিতে কাজী অফিসে যায় ছেলেটি। পালিয়ে বিয়ে করার মুহূর্ত থেকে শুরু হয় নাটকীয়তা। গল্পটি জটিল হতে হতে এগিয়ে চলে।

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘তাহলে’। নাটকটিতে ‘নাছোড়’ প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে আছেন তানভীর। পরিচালনা করেছেন শান্তা রহমান। এর দৃশ্যধারণ হয়েছে উত্তরায়। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘তাহলে’।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।