ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেব্রুয়ারিতে মুক্ত হচ্ছেন ‘মুন্না ভাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ফেব্রুয়ারিতে মুক্ত হচ্ছেন ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্ত

কলকাতা: আগামী মাসের শেষ সপ্তাহে পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ২৫ অথবা ২৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্র সরকার তাকে মুক্তি দিচ্ছে।



বুধবার (৬ জানুয়ারি) সকালে এ খবর ছড়িয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর থেকে মুক্তির ব্যাপারে সবুজ সংকেত মিলেছে বলে প্রয়োজনীয় ফাইলেও সই করা হয়ে গেছে।

১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে অবৈধ অস্ত্র (একে-৫৬ রাইফের ও একটি পিস্তল) কেনার দায়ে সঞ্জয় দত্তকে ২০১৩ সালে ছয় বছরের সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০০৭ সালে তদন্তে সঞ্জয় দত্তের কাছে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ওঠে। মামলায় তাকে অভিযুক্ত ঘোষণা করে আদালত। এরপর তাকে কারাবন্দি করা হয়।

সুপ্রিম কোর্টের রায়ের আগেই দেড় বছর জেল খেটেছেন সঞ্জয়। বাকি ছিলো ৪২ মাস। তবে ভালো ব্যবহারের জন্য সাজা কমিয়ে ১০৩ দিন আগেই ৫৬ বছর বয়সী এই তারকাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়েরওয়াড়া কারাগার কর্তৃপক্ষ। ২০১৩ সালে মে মাস থেকে বেশ কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

সেই সময় থেকে গত বছর পর্যন্ত সঞ্জয় দত্ত মোট ১১৮ দিন কারাগার থেকে ছুটি পেয়েছেন বলে জানা গেছে। এ কারণে কারাগারে তার ভিআইপি সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিলো।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ভিএস/বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।