ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পঙ্গু ও দাবাড়ু অমিতাভ আসছেন ৯ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
পঙ্গু ও দাবাড়ু অমিতাভ আসছেন ৯ জানুয়ারি অমিতাভ বচ্চন

কলকাতা: বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। নিজেকে বারবার ভেঙেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রমী চরিত্র নিযে বড়পর্দায় আসছেন বিগ বি।  

এবার পঙ্গুর ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে তার সঙ্গী হুইল চেয়ার।

আগামী ৯ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন ও ফারহান আখতার অভিনীত ‘ওয়াজির’ ছবিটি। চলচ্চিত্রের পরিচালক বিজয় নাম্বিয়ার। এখানে পঙ্গু ও এক তুখোড় দাবাড়ুর ভূমিকায় থাকছেন তিনি। চরিত্রটির নাম পণ্ডিত ওঙ্কারনাথ  ধর।

৯০ দশকের গোরার দিকের একটি কাহিনী নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এখানে পণ্ডিত ওঙ্কারনাথ ধর একজন ‘মাস্টারমাইন্ড’। তিনি চলতে ফিরতে পারেন না, মগজ চলে বিদ্যুতের গতিতে।   এই চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠও দিয়েছেন অমিতাভ বচ্চন।

জানা গেছে, এই চরিত্রে অভিনয় করার জন্য দারুণ পরিশ্রম করেছেন অমিতাভ। ৪৩ টি হুইল চেয়ারে বসে রিহেসার্ল করবার পর তিনি চলচ্চিত্রে ব্যবহৃত চেয়ারটি বেছে নেন।

মনে করা হচ্ছে ‘ওয়াজির’ ভারতীয় চলচ্চিত্রে আরও একটি ‘মাইলস্টোন’ তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা,  জানুয়ারি ০৬, ২০১৬
ভিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।