ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাফিন আহমেদের অভিনয়ে অভিষেক

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
শাফিন আহমেদের অভিনয়ে অভিষেক শাফিন আহমেদ

ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন শাফিন আহমেদ। নাম 'মিডনাইট ফ্যালকন'।

গোয়ন্দাধর্মী নাটকটি লিখেছেন তারিক মুহাম্মদ হাসান, পরিচালনাও তারই। পরিচালক জানান, চলতি মাসেই শুরু হবে দৃশ্যধারণ। এতে সংগীত আয়োজক চরিত্রে দেখা যাবে শাফিনকে।

আসলে তিনি একজন গোয়েন্দা। গল্পের প্রধান চরিত্র। এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে শাফিনের। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।





বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
জেএইচ/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।