ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সংবর্ধনা পাচ্ছেন আলী যাকের ও মোরশেদুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সংবর্ধনা পাচ্ছেন আলী যাকের ও মোরশেদুল ইসলাম

অভিনেতা আলী যাকের ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে বঙ্গ সংস্কৃতি উৎসবে এই সম্মাননা পাবেন তারা।

৯ জানুয়ারি থেকে ব্রাম্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী এ উৎসব।

আলী যাকের ও মোরশেদুল ইসলাম ছাড়াও ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে সম্মাননা দেওয়া হবে উৎসবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯ জানুয়ারি সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।